Home / অর্থনীতি / লায়ন্স ক্লাব অব ঢাকার ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে লায়ন জি এম হাফিজের প্রথম পুরুস্কার গ্রহণ

লায়ন্স ক্লাব অব ঢাকার ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে লায়ন জি এম হাফিজের প্রথম পুরুস্কার গ্রহণ

 

আমিনুল ইসলামঃ গত ১৮ নভেম্বর রাজধানীর গুলশানে ইস্পেক্ট্রা কনভেনশন সেন্টারে লায়ন্স ক্লাব অব ঢাকার ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে লটারির ড্র অনুষ্ঠিত হলে এতে প্রথম পুরুস্কার লাভ করেন জনাব লায়ন জি এম হাফিজ। পুরুস্কার তুলে দেন ডিস্ট্রিক ৩১৫ এ ১ এর সম্মানিত  গর্ভনর লায়ন এম নুরুল হুদা এমজেএফ । এ সময় অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, লায়ন খান আক্তারুজ্জামান এমজেএফ,  লিও প্রেসিডেন্ট সহ  প্রমুখ ব্যাক্তিবর্গ।

About বাংলার নিউজ ৭১

Check Also

গোদাগাড়ীতে গ্রাম্য শালিসে জুতাপেটার অপমানে কারণে স্কুলছাত্রের জসিম আত্মহত্যা

  মিনাল ইসলাম,গোদাগাড়ী প্রতিনিধি: গ্রাম্য শালিসে জুতাপেটার অপমান সইতে না পেরে রাজশাহীর গোদাগাড়ীতে আত্মহত্যা করেছে …

দল চলবে দলের মতো পাইকগাছায় আ’লীগের বর্ধিত সভায় -এম.পি আকতারুজ্জামান বাবু

পাইকগাছা প্রতিনিধিঃ এন.কে রায়ঃ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৬’র এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন,গঠনতন্ত্র অনুযায়ী …

খুলনায় কে জামানের ব্যাচের সেমিনার ১৭ ই মে হোটেল ক্যাসল সালামে অনুষ্ঠিত হবে

খুলনা বিভাগের সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কে জামানের ব্যাচের ফ্রি সেমিনার আগামী ১৭ ই মে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *