Home / খুলনা / নাচোলে সাত দফা দাবিতে মানববন্ধন পালিত

নাচোলে সাত দফা দাবিতে মানববন্ধন পালিত

মতিউর রহমান নাচোল প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল রেলস্টেশনে নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে সাত দফা দাবি আদায়ের লক্ষে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এক বিরাট মানববন্ধনের আয়োজন করা হয় । সাত দফা দাবির
১ নং দাবি নাচোল রেল স্টেশন এর নতুন ভবন ও প্ল্যাটফর্মের ছাউনি নির্মাণ,
২ নং দাবি কম্পিউটার ও লোকাল ট্রেনের কেটে নেওয়া তিনটি বগী পুনঃসংযোজন,
৩নং দাবি মহানন্দা ট্রেনের যাত্রী দুর্ভোগ নিরসনে আরো দু’টি বগি সংযোজন,
৪নং দাবি স্থায়ীভাবে স্টেশন মাস্টার পদায়ন,
৫নং দাবি রাজশাহী থেকে রহনপুর অভিমুখে রাত আটটায় একটি নতুন ট্রেন চালুকরণ,
৬নং দাবি নাচোল স্টেশনে কমপক্ষে তিন মিনিট বিরতির ব্যবস্থা করা, এবং
৭নং দাবি টিকিট ও রেল সংক্রান্ত সকল জটিলতা দূরীকরণ
মানববন্ধনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার পৌর পিতা জনাব মোঃ আব্দুর রশিদ খান ঝালু বিশ্বাস, নাচোল সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব মোঃ হাফিজুর রহমান সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের আহ্বায়ক মানবিক উন্নয়ন সোসাইটি সভাপতি মোহাম্মদ শাকিল রেজা তার বক্তব্যে বলেন আমাদের এই সাত দফা দাবি যৌক্তিক এবং এর সাত দফা দাবি যৌক্তিক দাবি এ দাবি মানা না হলে আমরা এরপরে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দিব এসময় উচ্ছ্বসিত জনগণ তাকে করতালির মাধ্যমে সাধুবাদ জানাই এরপরে নাচোল উন্নয়ন ফোরামের সভাপতি আমানুল্লাহ আলমাসুদ তার বক্তব্যে বলেন আমাদের এ সাত দফা দাবি জিএম মহোদয়ের কাছে প্রেরণ করবো এটা যদি মানা না হয় তাহলে এর পরের আন্দোলন হবে কঠোরতম আন্দোলন এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুর গামী কমিউটার ট্রেনটি আসলে উচ্ছাসিত জনতা আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে বলে স্লোগান দিতে থাকে এবং ট্রেনটিকে কয়েক মিনিটের জন্য দাঁড় করিয়ে রাখে ।

About বাংলার নিউজ ৭১

Check Also

প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব।

নোয়াখালী প্রতিনিধি ,, আজ ০১ জানুয়ারি ২০২০ ইং বাংলাদেশ সরকারের সাফল্যের অংশ হিসেবে নোয়াখালী জেলার …

নোয়াখালীতে স্ত্রীর শরীরে খুন্তির ছ্যাঁকা দেওয়া সেই স্বামী গ্রেপ্তার

  নোয়াখালীতে স্ত্রীর শরীরে খুন্তির ছ্যাঁকা দেওয়া সেই স্বামী গ্রেপ্তার খান মাহমুদ : নোয়াখালীতে যৌতুকের …

বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৬২ বছর উদযাপন

বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৬২ বছর উদযাপন খান মাহমুদ : ২৫শে ডিসম্বর বুধবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *