Home / ঢাকা / ” প্রশ্নফাঁসমুক্ত ভর্তি পরীক্ষা এবং একজন আব্দুল্লাহ্ আল ইমরানের কীর্তি “

” প্রশ্নফাঁসমুক্ত ভর্তি পরীক্ষা এবং একজন আব্দুল্লাহ্ আল ইমরানের কীর্তি “

শেষ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯/২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা৷ বিগত ৫/৬ বছরের মধ্যে এবারই সবচেয়ে সুষ্ঠু এবং বিতকর্হীন পরীক্ষা সম্পন্ন হয়েছে।
দেশের প্রাচীনতম বিদ্যাপীঠের সুনাম এবং ঐতিহ্যের উপর সাম্প্রতিক বছর গুলোতে ” প্রশ্ন ফাস ” নামক কালো থাবা পড়েছিল সেই থাবা মুক্ত পরীক্ষা এবছর সম্পন্ন হয়েছে।

আর এই কৃতিত্বের পেছনে যে নামটা ঘুরেফিরে সকলের সামনে বিশেষভাবে প্রজ্জ্বলিত হয় তিনি আর কেউ নন ” আব্দুল্লাহ আল ইমরান ”

ইমরানের অনেকগুলো পরিচয়ের ভিতর একটা পরিচয় তিনি একজন আলোচিত অনুসন্ধানী সাংবাদিক।

সবাই যখন অন্ধকারে ডুবে যাবার দুঃস্বপ্ন দেখছিল, কিংকতর্ব্যবিমূঢ় অবস্থায় পতিত হয়েছিল স্বপ্নবাজ মানুষেরা, তখনিই বিভিন্ন ঝুকি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্নফাঁসের শিকড় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে তুলে এনেছেন তিনি তার পেশাগত গন্ডির ভিতরে থেকেই।

চ্যানেল ২৪ এর সার্চলাইটের মাধ্যমে তিনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তার টীম নিয়ে এই দুষ্টুচক্রের সিংহভাগকেই আইনের হাতে সোর্পদ করেছেন।

যার শুরুটা করেছিলেন বছর দুয়েক আগে, সেই প্রচেষ্টার একটা দীর্ঘমেয়াদী ফল পরিলক্ষিত হল এবার

ইতোমধ্যেই মামলা, হাজতবাসের মাধ্যমে প্রশ্নফাঁসকারী চক্র, ডিভাইস জালিয়াতকারী এবং জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ারা নিঃশেষ হওয়ার পথে৷।

এবছর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ঢাবি কতৃপক্ষ সতর্ক ছিল ইমরানের দেখানো পথে।

তাইতো বিতর্কমুক্ত পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডীনগণ, ছাত্রছাত্রীরা, ভর্তিচ্ছুরা সহ সকলেই সস্তির নিঃশাস ফেলেছে।

এই সস্তি এনে দেয়ার অন্তরালের মূল কারিগর আব্দুল্লাহ ইমরান ও তাই তৃপ্তির ঢেকুর তুলেছেন হয়ত কিন্তু এখানেই থামতে চান না তিনি৷

সবাইকে সাথে নিয়ে অন্ধকার থেকে আলোর পথে হাটতে চান।

About বাংলার নিউজ ডেস্ক

Check Also

কবি শামসুর রহমানের পণ্ডশ্রম লেখাটাই একটা পণ্ডশ্রম।

আমরা শুধুই কবিগুরুর বাঙ্গালী হয়ে থাকতে জানি। আমরা সামান্য কিছুতেই হুজুগে গুজুবে পচা ডোবার পানি …

সফলভাবে সম্পন্ন হলো “সুন্দরবন” এর বার্ষিক বনভোজন ও নবীনবরণ-২০২০

বাংলার নিউজ ৭১ঃ  খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতি,ঢাকা বিশ্ববিদ্যালয় (সুন্দরবন) এর বার্ষিক বনভোজন ও নবীনবরণ-২০২০ (১৪ …

আজকাল মেয়েরা ও যৌতুক নেয়: দিপু মণি

মেয়েরাও যৌতুক নেয় ! _______________________________ খাঁন মাহমুদ: আজকাল কাবিনও এক ধরনের যৌতুক হয়ে গেছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *