Home / খুলনা / সমাজ সেবা ও মানব কল্যাণে অবদানের জন্য বাংলাদেশের ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন কর্তৃক স্বর্ণ পদকে ভূষিত হলেন লায়ন সেলিমা আজিজ ও লায়ন খান আক্তারুজ্জামান এমজেএফ

সমাজ সেবা ও মানব কল্যাণে অবদানের জন্য বাংলাদেশের ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন কর্তৃক স্বর্ণ পদকে ভূষিত হলেন লায়ন সেলিমা আজিজ ও লায়ন খান আক্তারুজ্জামান এমজেএফ

 

আমিনুল ইসলামঃ বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সমাজ সেবা ও মানব কল্যাণ শীর্ষক আলোচনা সভা রাজধানীর মালিবাগে বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশনের মহাসচিব জনাব সারোয়ার হোসাইন। অনুষ্ঠানে সমাজ সেবা ও মানব কল্যাণে অসামান্য ভুমিকার জন্য বিশিষ্ট সমাজসেবী লায়ন সেলিমা আজিজ ও লায়ন খান আক্তারুজ্জামানকে স্বর্ণ পদকে ভূষিত করা হয়। সমাজ সেবায় ও মানব কল্যাণে পদক পেয়ে লায়ন খান আক্তারুজ্জামান এমজেএফ বলেন এ পদক আমার অর্জন নয়। এ পদক আমি সমাজের অবহেলিত মানুষদের উৎসর্গ করলাম। লায়ন সেলিমা আজিজ বলেন আমরা সমাজ সেবা করি মানুষের কল্যাণের জন্য পদকের জন্য নয়। তার পরেও পদক প্রাপ্তি আমাদের চলমান কাজকে আরো গতিশীল করবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজীবন সমাজের সেবা করে যেতে চাই।

About বাংলার নিউজ ৭১

Check Also

গোদাগাড়ীতে গ্রাম্য শালিসে জুতাপেটার অপমানে কারণে স্কুলছাত্রের জসিম আত্মহত্যা

  মিনাল ইসলাম,গোদাগাড়ী প্রতিনিধি: গ্রাম্য শালিসে জুতাপেটার অপমান সইতে না পেরে রাজশাহীর গোদাগাড়ীতে আত্মহত্যা করেছে …

দল চলবে দলের মতো পাইকগাছায় আ’লীগের বর্ধিত সভায় -এম.পি আকতারুজ্জামান বাবু

পাইকগাছা প্রতিনিধিঃ এন.কে রায়ঃ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৬’র এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন,গঠনতন্ত্র অনুযায়ী …

খুলনায় কে জামানের ব্যাচের সেমিনার ১৭ ই মে হোটেল ক্যাসল সালামে অনুষ্ঠিত হবে

খুলনা বিভাগের সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কে জামানের ব্যাচের ফ্রি সেমিনার আগামী ১৭ ই মে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *