Home / অর্থনীতি / ২৫ বছর পর প্রথম বন্ধু পুর্নমিলন সফল, অন্যদের জন্য পথ পদর্শক।

২৫ বছর পর প্রথম বন্ধু পুর্নমিলন সফল, অন্যদের জন্য পথ পদর্শক।

 

২৫ বছর পর প্রথম বন্ধু পুর্নমিলন সফল, অন্যদের জন্য পথ পদর্শক।

তথ্য ..সিনিয়র সাংবাদিক এস.টি. এইচ ফুয়াদ।
খুলনার এক‌টি সনাম ধন্য স্কুল সেন্ট জেভিয়ার্স স্কুল, কয়েক জনের অক্লান্ত প্রতেষ্টায়, এবং সব বন্ধুদের আগ্রহে ঈদের ২ য় দিনে একটি সফল বন্ধুদের মিলন মেলায় রুপ নেয়। বন্ধুদের আমন্ত্রনে তাদের শ্রদ্ধেয় দুজন প্রিয় শিক্ষক মিলন মেলায় অংশগ্রহণ ও পুর্ন সমর্থন দেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মিলন মেলা কেন্দ্র করে অনেকে পরিবার পরিজন ছেড়ে পুর্নমিলনে অংশ গ্রহন করে। বিনোদন ,পরিচয় পর্ব আলোচনা ,সেবামূলক কার্যক্রম, আপ্যায়ন ,ক্রেট প্রদান এর মাধ্যমে মনে রাখার মত এক‌টি দিনের সমাপ্তি ঘটে।

About বাংলার নিউজ ৭১

Check Also

সোনাইমুড়ীতে ইউপি সদস্যের নির্দেশে সংখ্যালঘুর বাড়ী ভাংচুর কামরুল হাসান সবুজ(সোনাইমুড়ী প্রতিনিধি): নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউপি সদস্যের …

ড্রাইভিং লাইসেন্স নেই, চালককে গুণতে হল ৫০০০ টাকা

ড্রাইভিং লাইসেন্স নেই, চালককে গুণতে হল ৫০০০ টাকা _____________________________ খান মাহমুদ : শুরু হয়ে গেছে …

“দুর্নীতিতে চ্যামপিয়ন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল” ৪ কোটির মেশিন ক্রয় সাড়ে ১২ কোটিতে, অবশেষে গেলো ভাগাড়ে

“দেশের স্বাস্থ্যখাত চরম দুর্নীতিগ্রস্থ, চলছে লুটেপুটে খাওয়ার ওপেন প্রতিযোগীতা” খাঁন মাহমুদ : একটি এমআরআই (মেগনেটিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *